পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান
কাগজ একটি জনগুরুত্বপূণ স্পর্শকাতর পণ্য বিধায় এর অভাবে সশ্বাব্য বিপযয় রোধে সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান কণফুলী পেপার মিলস্ লিঃ ( কে.পি.এম) কে কাঁচামাল হিসাবে মন্ডোপযোগী নরম কাঠ সরবাহের উদ্দেশ্যে সরকাকারি নোটিফিকেশন নম্বর ফর-১(এ)৬/৮২/২১৫ তারিখ – ০৭/০৪/৮২ইং মূলে পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান সৃষ্টি হয়। বান্দরবান পাবত্য জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলার ২২ টি মৌজায় বনায়নের জন্য ১৯৮২-৮৩ হতে ১৯৯৪-৯৫ সাল পর্যন্ত মোট ৩৩,২৮৮.৭৫ একর বন ভূমি পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবানের নিকট জেলা প্রশাসন, বান্দরবান কর্তৃক হস্তান্তর করা হয়। যার মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পত্র নং- পবম(শা-৩)/১১/৯৩/১৭৫ তারিখ- ১৩/০৪/১৯৮৮ইং মূলে ১৭,২২৪.০ একর বন ভূমি সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস