Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান
ডাউনলোড

পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান

 কাগজ একটি জনগুরুত্বপূণ স্পর্শকাতর পণ্য বিধায় এর অভাবে সশ্বাব্য বিপযয় রোধে সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান কণফুলী পেপার মিলস্ লিঃ ( কে.পি.এম) কে কাঁচামাল হিসাবে মন্ডোপযোগী নরম কাঠ সরবাহের উদ্দেশ্যে সরকাকারি নোটিফিকেশন নম্বর ফর-১(এ)৬/৮২/২১৫ তারিখ – ০৭/০৪/৮২ইং মূলে পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান সৃষ্টি হয়।  বান্দরবান পাবত্য জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলার ২২ টি মৌজায় বনায়নের জন্য ১৯৮২-৮৩ হতে ১৯৯৪-৯৫ সাল পর্যন্ত  মোট ৩৩,২৮৮.৭৫ একর বন ভূমি পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবানের নিকট জেলা প্রশাসন, বান্দরবান কর্তৃক হস্তান্তর করা হয়। যার মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পত্র নং- পবম(শা-৩)/১১/৯৩/১৭৫ তারিখ- ১৩/০৪/১৯৮৮ইং মূলে ১৭,২২৪.০ একর বন ভূমি সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়।