Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

আমাদের অর্জন 

            কাগজ একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর পণ্য বিদায় এর অভাবে সম্ভাব্য বিপর্যয় রোধে সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস্ লিঃ ( কে.পি.এম) কে কাঁচামাল হিসাবে মেন্ডোপযোগী নরম কাঠ সরবরাহের উদ্দেশ্যে সরকারি নোটিফিকেশন নম্বর ফর-১(এ)৬/৮২/২১৫ তারিখ- ০৭/০৪/৮২ইং মূলে পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান এর সৃষ্টি হয়। ১৯৮২-৮৩ আর্থিক সাল হতে ২০১২-১৩ আর্থিক সাল পর্যন্ত ২৯,১৬৪.৩৭ একর মন্ডোপযোগী নরম কাঠের বাগান সৃজন করা হয়েছে। ২০১২-১৩ আর্থিক সাল পর্যন্ত অবর্তকাল অতিক্রান্ত (১৫ বৎসর মেয়াদী) ২৩৪৬.৫০ একর বাগান এলাকার গাছ কর্তন করে ৩,০০,৪৯০.০ ঘনফুট মন্ডোপযোগী নরম কাঠ কর্ণফুলী পেপার মিলস্ লিঃ ( কে.পি.এম) কে সরবরাহ করে ৫৭,৫১,৮১৬/০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

সাম্প্রতিক কর্মকান্ড: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে অত্র বন বিভাগের আওতায় রোয়াংছড়ি উপজেলায় ২০,৩২৫ টি ও রুমা উপজেলায় ২০,৩২৫ টি সর্বমোট =৪০,৬৫০ টি বনজ, ফলজ ও ঔষধি জাতের চারা উত্তোলন করতঃ বিভিন্ন ইউনিয়নে ও প্রতিষ্ঠানে বিতরন করা হয়েছে।

রাজস্বঃ

          বিভাগীয় পর্যায়ে আহরিত এবং জব্দকৃত বনজদ্রব্য ও অন্যান্য উৎস হতে সংগৃহিত রাজস্ব যথাযথভাবে সরকারি কোষাগারে জমা প্রদান করার ক্ষেত্রে এ বন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ সরকারি বিধি বিধান অনুসারে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালণ করে আসছে।

বৎসরওয়ারী রাজস্ব আদায়ের বিবরণ

 

ক্রমিক নং

অথিক সাল

আদায়কৃত রাজস্ব (টাকা)

০১

২০১৪-২০১৫

১৯,১০,৭৪৫/৮৪

০২

২০১৫-২০১৬

৩২,৪২,৬৪৯/২৪

০৩

২০১৬-২০১৭

১৩,৫৮,৮০৮/৬২

০৪

২০১৭-২০১৮

৪১,৯৩,১৪৫

০৫

২০১৮-২০১৯

২০,৭১,৫০১

০৬

২০১৯-২০২০

১৭,৪১,৫৪০

০৭

২০২০-২০২১

জানুয়ারী/২০২১ পর্যন্ত

১২,১২,০৪০