আমাদের অর্জন
কাগজ একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর পণ্য বিদায় এর অভাবে সম্ভাব্য বিপর্যয় রোধে সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস্ লিঃ ( কে.পি.এম) কে কাঁচামাল হিসাবে মেন্ডোপযোগী নরম কাঠ সরবরাহের উদ্দেশ্যে সরকারি নোটিফিকেশন নম্বর ফর-১(এ)৬/৮২/২১৫ তারিখ- ০৭/০৪/৮২ইং মূলে পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান এর সৃষ্টি হয়। ১৯৮২-৮৩ আর্থিক সাল হতে ২০১২-১৩ আর্থিক সাল পর্যন্ত ২৯,১৬৪.৩৭ একর মন্ডোপযোগী নরম কাঠের বাগান সৃজন করা হয়েছে। ২০১২-১৩ আর্থিক সাল পর্যন্ত অবর্তকাল অতিক্রান্ত (১৫ বৎসর মেয়াদী) ২৩৪৬.৫০ একর বাগান এলাকার গাছ কর্তন করে ৩,০০,৪৯০.০ ঘনফুট মন্ডোপযোগী নরম কাঠ কর্ণফুলী পেপার মিলস্ লিঃ ( কে.পি.এম) কে সরবরাহ করে ৫৭,৫১,৮১৬/০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
সাম্প্রতিক কর্মকান্ড: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে অত্র বন বিভাগের আওতায় রোয়াংছড়ি উপজেলায় ২০,৩২৫ টি ও রুমা উপজেলায় ২০,৩২৫ টি সর্বমোট =৪০,৬৫০ টি বনজ, ফলজ ও ঔষধি জাতের চারা উত্তোলন করতঃ বিভিন্ন ইউনিয়নে ও প্রতিষ্ঠানে বিতরন করা হয়েছে।
রাজস্বঃ
বিভাগীয় পর্যায়ে আহরিত এবং জব্দকৃত বনজদ্রব্য ও অন্যান্য উৎস হতে সংগৃহিত রাজস্ব যথাযথভাবে সরকারি কোষাগারে জমা প্রদান করার ক্ষেত্রে এ বন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ সরকারি বিধি বিধান অনুসারে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালণ করে আসছে।
বৎসরওয়ারী রাজস্ব আদায়ের বিবরণ
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস